দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে

প্রকাশ : 2022-12-02 18:39:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে

যারা আমাদের দেশের মানুষ গুলোকে ব্যর্থ রাষ্ট্রে নিমজ্জিত করেছিল, যারা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, আজকে তারা যখন অনেক কথা বলে তখন আমাদের চিন্তা করতে হবে, চিত্রটা দেখতে হবে ২০০১-২০০৬ পর্যন্ত কি ছিল। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। শুক্রবার দুপুরে আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন কালে মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন একথা বলেন। 

শুক্রবার দুপুরে মেহেরপুর কলেজ মোড়ে সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল  সওজ, সড়কের তত্ত¡বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী প্রমুখ। 

প্রকল্পে প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যায়ে ৫৪ কিলোমিটার রাস্তা  প্রশস্থকরন করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার রাস্তা  ৪ লেন সড়কের প্রশস্থকরন করা হবে। এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।