দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে থাকে আওয়ামীলীগ: এমপি এমিলি   

প্রকাশ : 2021-06-07 20:24:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে থাকে আওয়ামীলীগ: এমপি এমিলি   

মুন্সিগঞ্জ-২ ( লৌহজং-টঙ্গীবাড়ি ) আসনের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, দেশ আজ ক্লান্তি লগ্নে একটি কঠিন সময়ের মধ্যে পার করছে, যেখানে করোনা মহামারি সারা বিশ্বকে স্থবিত করে রেখেছে সেখানে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার  এই করোনা কালিন সময়ে সাধারন মানুষের পাশে এসে দাড়িয়েছে। প্রতিটি বিপদে আপদে এই বাংলাদেশের আপামর সাধারন মানুষ গুলোকে আগলে রেখেছে দেশ রত্ন জননেএী শেখ হাসিনা। তার নির্দেশ নেতা কর্মীদের প্রতি এই করোনা কালিন সময়ে কোন নেতা কর্মী ঘরে বসে থাকবেননা সাধারন মানুষের পাশে এসে দাড়ান, তাদের সহযোগিতার হাত বারিয়ে দেন। 

এমিলি আরোও বলেন, জননেএী শেখ হাসিনা যখনি ক্ষমতায় এসেছেন তখনি সাধারন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। তিনি সকল নেতা কর্মীদের এই করোনা মহমারিতে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং বৃত্তবানদের অসহায় মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। 

সোমবার বেলা ১১ টায় তিনি লৌহজং উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তৃনমূল নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেছেন। এ সময় বিধবা দুস্থ্য অসহায় নারীদের যাতে তার অধিকার থেকে বি ত হতে না হয় সে জন্য নেতা কর্মীদের দৃষ্ঠি রাখার আহবান জানিয়েছেন। 

লৌহজং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদারের পরিচারনায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, বি.এম শোয়েব, মো. আনোয়ার হোসেন, মো. আনোয়ার হোসন চান মিয়া, ইকবাল ফারুক মৃধা, মো. তোপাজ্জল হোসেন তপন, মো. রুহুল আমিন মোড়ল, মো. জাকির হোসেন বেপারী, মো. আবু ফায়সাল নিপু ফকির, মো. মনির হোসেন মোড়ল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. ফেরদৌস আলম খান, মো. আলমঙ্গীর কবীর খান, মো. শাহজাহান খান সাজু,  গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান,  মো. লুৎফর রহমান তালুকদার, মো. মোজাম্মেল হক, মো. আবুল কালাম আজাদ, মো. আমির হোসেন তালুকদার, শেখ তোফাজ্জল হোসেন, এইচ এম আজিজুল হক, মো. আবুল কালাম আজাদ, শেখ মো. মোতালেব,  মো. সেলিম দেওয়ান, মো. আবুল বাসার খান,  মো. আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান মোল্লা, মো. রতন হাওলাদার, মো. আহাম্মদ বেপারী, মো. হামিদুল ইসলাম প্রমুখ।