দেবীগঞ্জে যুবকের আত্নহত্যা
প্রকাশ : 2025-08-17 17:43:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের সুন্দরদিঘী এলাকার জিতু রায় (২৭) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার বাবার নাম তরনী রায়। পুলিশ জানায় জিতু রায় বাড়ীর পাশে আম গাছে লায়লনের দঁড়িতে ঝুলে আত্নহত্যা করে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে।
পুলিশ আরো জানায়, র্দীঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। গত এক মাস আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় অভিমান করে আতœহত্যা করে জিতু। এ ব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন ‘ লাশ সুরতহাল করে পোস্টমোর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া অনুযায়ী লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।