দেবীগঞ্জে ফার্মেসির ভিতরে ব্যবসাযীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : 2025-03-12 18:44:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি ফার্মেসির ভেতর থেকে শ্যামল সেন [৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার [১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে ‘মেসার্স বর্ণ ফার্মেসি’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শ্যামল সেন ওই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিকেলে বাড়ি থেকে ফার্মেসিতে আসার পর থেকে শ্যামল সেনের কোনো খোঁজ মিলছিল না। রাত ৮টার দিকে প্রতিবেশী দিনো সেন তার মোবাইলে কয়েকবার কল দেন, তবে সাড়া না পেয়ে খোঁজ নিতে বাড়িতে যান। সেখানে না পেয়ে রাত ১০টার দিকে দোকানে গিয়ে শাটার বন্ধ দেখতে পান। পরে ফোন দিলে দোকানের ভেতর থেকে রিংটোন বাজতে শোনা যায়। সন্দেহ হলে শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন, শ্যামল সেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) সোয়েল রানা জানান, শ্যামল সেন দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।