দেবীগঞ্জে ডিগ্রি হীন দন্ত চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা' চেম্বার সিলগালা
প্রকাশ : 2025-08-05 18:35:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা বাজারে রাফসান মেডিকেল ডেন্টাল কেয়ার নামক একটি অবৈধ দন্ত চিকিৎসকের চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া অবৈধ ভাবে প্রেসক্রিপশন লিখে রোগীর চিকিৎসা প্রদানের দায়ে পল্লী চিকিৎসক গোলাম রব্বানী রাব্বি নামে এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) রাত ১০ টায় যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুর রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, পুলিশ ও সেনা সদস্যসহ স্থানীয় সাংবাদিকগন।জানা জায়, উপজেলার শালডাঙা ইউনিয়নের শালডাঙা বাজারের পল্লী চিকিৎসক গোলাম রব্বানী রাব্বি তার নিজস্ব দোকান ‘রওজা ফার্মেসিতে’ ওষুধ বিক্রির পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দিয়ে আসছেন। যোগ্যতা না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে রোগীদের নিয়মিত প্রেসক্রিপশন লিখে দিয়ে আসছে। জানা যায় দন্ত চিকিৎসায় তার কোন ডিগ্রি নেই। তিনি তার ওষুধের দোকানের কাছাকাছি আরেকটি ডেন্টাল চেম্বার খুলেছেন, যেখানে তিনি দাঁতের রোগীদের চিকিৎসা দেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রব্বানী রাব্বি দাবী করে বলেন, ‘আমি চিকিৎসা শাস্ত্রে ৩ মাসের এবং দন্ত চিকিৎসায় ৬ মাসের একটা কোর্স করেছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, ‘তিনি ৩ মাসের একটা ট্রেনিং করে যেসব ওষুধ লিখেছেন তা সম্পূর্ণ অবৈধ এবং এ ঘটনা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি! এ ব্যাপারে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার অবৈধ ডেন্টাল চেম্বার বন্ধ করে দেয়া হয়েছে।’