দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর আমির গ্রেফতার
প্রকাশ : 2024-01-04 19:19:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়,পুলিশ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের প্রধানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি উপজেলার রামগঞ্জ বসুনিয়া পাড়া এলাকার গাজী বসুনিয়ার ছেলে। আবুল বাশার বসুনিয়া দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বলেন, তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।এরপর তাকে দেবীগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
ই