দূর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-09-21 19:23:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দূর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল ৯ টা সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক ড. মুনসুর আলম খান । এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম অতিরিক্ত জেলা প্রসাশক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আনসার সহ ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে পূজা উদযাপনে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। জেলার ৪০ টি মন্ডপে উৎসবকে নিরাপদ ও জাঁকজমক করতে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, মেলা সীমিত করা, মাত্রাতিরিক্ত স্বরে শব্দ ব্যবহার না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। বিভিন্ন মন্ডপের সভাপতি, সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দরা সভায় অংশগ্রহন করে।