দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনার কারাদণ্ড

প্রকাশ : 2022-12-07 10:38:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনার কারাদণ্ড

দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।৬৯ বছর বয়সী ক্রিস্টিনার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে ঘনিষ্ঠদের ডজনখানেক সরকারি টেন্ডার পাইয়ে দেন এই রাজনীতিবিদ। এতে সরকারের ক্ষতি হয় এক বিলিয়ন মার্কিন ডলার।

মানি লন্ডারিং মামলায় লাজারো বায়েজ নামে ক্রিস্টিনার ঘনিষ্ঠ এক বন্ধু এরইমধ্যে ১২ বছরের সাজা ভোগ করছেন। ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধেও ১২ বছরের সাজার আবেদন করেন আইনজীবীরা। তবে শেষমেষ ছয় বছরের সাজা দেন আদালত।

একই মামলায় আরও ১১ আসামির সাতজনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকায় সাজার পূর্ণ মেয়াদ ভোগ করতে হবে না ক্রিস্টিনাকে। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা।এর আগে গত ১ সেপ্টেম্বর খুব কাছ থেকে গুলির চেষ্টা হলেও অল্পের জন্য বেঁচে যান ক্রিস্টিনা। সূত্র: বিবিসি