দুর্গা পুজা উপলক্ষে কাউনিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ 

প্রকাশ : 2022-09-21 19:58:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দুর্গা পুজা উপলক্ষে কাউনিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ 

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব কে সামনে রেখে সামাজিক সম্প্রীতি সমাবেশ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে বুধবার নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি সরদার আব্দুল হাকিম, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলার প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা শিক্ষা ফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জুবায়ের আলী বসুনিয়া, পুরোহিত পরেশ চন্দ্র চক্রবর্তী, গোবিন্দ চন্দ্র দাস প্রমূখ। সমাবেশে শান্তিপূর্নভাবে সম্প্রীতির বন্ধনের মাধ্যেমে সারদীয় দুর্গা পুজা পালনের উপর গুরত্ব আরোপ করা হয়।