দুর্গাপূজা উদযাপনে নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-09-11 18:57:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি মহানন্দ রায়, ভারত চন্দ্র প্রাং, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত প্রমুখ। সেসময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলো। উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের মোট ৪৬টি দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে।