দুর্গাপুজা নির্বিঘ্নে করতে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে-পুলিশ সুপার
প্রকাশ : 2022-10-02 09:57:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বলেছেন, শারদীয় দুর্গা নির্বিঘ্নে করতে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রতিটি পুজা মন্ডবে টহল শুরু করে দিয়েছে। এছাড়া এবার মাদক নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কোন পুজা মন্ডবে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশের পাশাপাশি আনছার বাহিনীর সদস্যরা পুজা মন্ডব গুলোতে সার্বক্ষনিক অবস্থান করবে। গত বছরের সহিংসতার বিষয়টি মাথায় রেখে আইন শৃংখলা বাহীনির সদস্যরা সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সদা প্রস্তুত আছে। পুজা মন্ডব গুলোতে যেন কোন প্রকার বিশৃংখা না ঘটে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান। তিনি শারদীয় দুর্গা পুজার মহাষষ্টীর দিন গতকাল শনিবার রাত ৮ টায় আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী দুর্গা পুজা মন্ডব পরিদর্শন কালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুজা মন্ডব কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল, পুজা কমিটির নেতা ক্ষিতিশ কুমার পাল, জগাই কুন্ডু, ছাত্রনেতা সাবিক আল হাসান প্রমূখ।