দু’বছর পর মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
প্রকাশ : 2022-04-14 16:52:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের কারণে দু’বছর পর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ সালকে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে বর-বধু, কৃষক, জেলে সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। মঙ্গল শোভাযাত্রায় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, শিক্ষা ও আইসিটি আশরাফুজ্জামান ভূঁইয়া, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।