দু'দিন ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ
প্রকাশ : 2022-03-14 20:29:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে ওএটি এবং ফেইল ওভার টেস্টের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এ দুদিনে (১৫ ও ১৬ মার্চ) অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।