দিল্লিতে বাড়ির সামনেই গুলি করে বিজেপি নেতাকে হত্যা

প্রকাশ : 2022-04-21 11:57:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দিল্লিতে বাড়ির সামনেই গুলি করে বিজেপি নেতাকে হত্যা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাড়ির সামনেই গুলি করে স্থানীয় এক বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে। বিজেপির ওই নেতার নাম জিতু চৌধুরী (৪২)। গতকাল বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় গুলির এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের বরাত দিয়ে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, একজন পুলিশ কনস্টেবল ময়ূর বিহার এলাকায় বাড়ির সামনে এই বিজেপি নেতার রক্তাক্ত দেহ দেখতে পান। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরে বিবৃতিতে বলেছে, বিজেপির ওই নেতাকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।