দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ : 2026-01-01 16:50:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করে তিনি।

রাজনাথ সিং বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।

রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।