দিনে ফেরিওয়ালা; সন্ধ্যায় স্বেচ্ছায় নির্বাচনী প্রচারণা
প্রকাশ : 2023-12-27 18:29:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সারাদিন বিভিন্ন ট্রেনে মাথায় ফেরি ও হাতে হ্যান্ড মাইক নিয়ে নানা সামগ্রী বিক্রয় করেন সাহেব আলী ওরফে মাথা। তবে স্থানীয়রা তাকে চিনে “মাথা” নামে। আর সন্ধ্যা হলেই স্বেচ্ছায় নিজ উদ্যোগে নির্বাচনী প্রচারনা করেন তিনি। বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন। বাঁধনকে ভালোবেসে স্বেচ্ছায় ব্যক্তিগত হ্যান্ড মাইক ও পোস্টার নিয়ে বাঁধনের প্রচারণা করছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভের মোড় এলাকার ফেরিওয়ালা সাহেব আলী মাথা।
গত মঙ্গলবার সন্ধ্যায় সরজমিনে সান্তাহার স্টেশন এলাকায় দেখা যায়, সাহেব আলী মাথা নিজ উদ্যোগে এক হাতে ট্রাক মার্কার পোস্টার আর অন্য হাতে হান্ড মাইক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ভোট চেয়ে প্রচারণা করছেন। এ সময় তার সাথে কথা বললে তিনি বলেন, আমি সারাদিন মাথায় ফেরী নিয়ে বিভিন্ন ট্রেনে নানা ধরণের সামগ্রী বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকি। আর সন্ধ্যার পর থেকে বাঁধন ভাইকে ভালোবেসে তার প্রচারণা চালাচ্ছি। আমি নিজের উদ্যোগে বিনা স্বার্থে প্রচারণা চালাচ্ছি।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু বলেন, আমি শুনেছি সাহেব আলী মাথা নিজ উদ্যোগে স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের নির্বাচনী প্রচারণা করছেন। মুলত বাঁধনকে ভালোবেসেই তিনি এই প্রচারণা করছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, সাহেব আলী মাথা নামের ঐ ফেরিওয়ালাকে বেশ কয়েক দিন ধরে দেখছি নির্বাচনীর এলাকায় স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী বাঁধনের ট্রাক মার্কা প্রতীকের প্রচারণা করছেন। বর্তমান সময়ে প্রার্থীকে ভালোবেসে কোনো স্বার্থ ছাড়া এমন কার্যক্রম খুব কম চোখে পড়ে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেন, এটা আমাকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। সকল শ্রেনীর জনগণ যে আমাকে ভালোবাসে সাহেব আলী মাথাকে দেখে সেটা বোঝা যায়। সে স্বেচ্ছায় যে ভাবে আমার জন্য প্রচারণা চালাচ্ছে আমি তার দিকে অবশ্যই সুদৃষ্টি রাখবো।
ই