দাদুর ঝুলি
প্রকাশ : 2021-08-14 14:56:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অণুপা দেওয়ানজী
------------------------
-শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া
শাপলা,শালুক, পদ্মকলি?
গল্প শুনতে বসে আবার
পালিয়ে কেন চলে গেলি?
- দাদু তোমার ঝুলির ভিতর
দত্যি দানো, রাণী রাজার
শেয়াল কিংবা বোকা কুমির
ছাড়া কি গো গল্প নেই আর?
-আছে আছে আমার ঝুলি
এমন ভাবে আগলে আছে;
একাত্তরের এক কাহিনী
গল্প যেথায় হার মেনেছে।
-গল্প যেথায় হার মেনেছে!
তোমার ঝুলি তবে খোলো।
এই বসলাম আমরা সবাই
এক্ষুনি সেই গল্প বলো।
-টুঙ্গিপাড়ার নাম শুনেছিস?
গোপালগন্জের একটা গ্রাম?
সেই গাঁয়েরই একটা ছেলে
শেখ মুজিবুর ছিলোরে নাম।
এই দেশেতে পাকিস্তানের
হিংস্র যত দৈত্য দানব-
এক হয়ে ধন লুটপাট আর
মারছিল নিরীহ মানব।
সেই ছেলেটা ভাবলো তখন
দানবগুলি তাড়িয়ে দিয়ে-
দেশটা স্বাধীন করতে হবে
দেশের মানুষ সঙ্গে নিয়ে।
স্বপ্নটাকে বুকে নিয়েই
সবার দ্বারে দ্বারে গিয়ে
সবার চোখে,মুখে, বুকে
সেই ছেলেটা দিতো ছুঁয়ে।
তাঁরই ডাকে ঘর ছেড়ে সব
বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে
ভালোবেসে সবাই তাঁকে
বঙ্গবন্ধু নামেই ডাকে।
তাই না দেখে চুপিচুপি
রাতের বেলায় দানবগুলো
কামান দেগে দেশের বুকে
রক্তগঙ্গা বইয়ে দিলো।
অস্ত্র হাতে গর্জে তখন
বললো সবাই খুব হুঁশিয়ার
প্রাণ বাঁচাতে চাস যদি তো
এক্ষুনি এই দেশটাকে ছাড়।
ল্যাজ গুটিয়ে দানবগুলো
ভয়েই তখন পগার পার।
দেশের জন্যে অবশেষে
স্বপ্ন হল সফল তাঁর।
মার্চ সতেরোর পূণ্য দিনে
জন্মেছিলেন তিনি জানিস?
বাংলাদেশের জাতির জনক
বঙ্গবন্ধু সবাই চিনিস।
------------------------------------