দলকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি-ভিপি পারভেজ
প্রকাশ : 2026-01-02 18:59:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।
শুক্রবার (০২ জানুয়ারি) শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা মডেল মসজিদে উদ্বোধনী জুমা নামাজ শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সাড়ে ১৬ বছর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে কারাবাস করতে হয়েছে। তার জীবনের কষ্টের কথা চিন্তা করেই আমি নিজের সব দুঃখ-কষ্ট ভুলে দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েছি।
তিনি আরও বলেন, তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে সমর্থন করেছি। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব।