দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা কিম জু-ইয়ং মারা গেছেন

প্রকাশ : 2025-10-03 16:42:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা কিম জু-ইয়ং মারা গেছেন

বিশ্ব শোবিজ অঙ্গনে নক্ষত্রের পতন। দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা কিম জু-ইয়ং মারা গেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১ অক্টোবর অভিনেতার পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে কিম জু-ইয়ং নিউমোনিয়ায় রোগে ভুগছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি ফুসফুসের জটিলতা বৃদ্ধি এবং হঠাৎ স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে চুং-অ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। 

হাসপাতাল থেকে তার মরদেহ ২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ইনচিওন ফ্যামিলি পার্কে নেওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ‘টিয়ার্স অফ দ্য ড্রাগন’ এবং ‘জিয়ং ডো-জিওন’ ধারাবাহিক নাটকে অনবদ্য অভিনয় দিয়ে কোরিয়ান দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এরমধ্যে ‘টিয়ার্স অফ দ্য ড্রাগন’ ধারাবাহিক নাটকটি প্রায় দুই বছরে কোরিয়ান টেলিভিশন চ্যানেল কেবিএস-১ এ প্রচারিত হয়। 

কিম জু-ইয়ং ১৯৭৪ সালে দক্ষিণ কোরিয়ার থিয়েটার ও চলচ্চিত্র বিভাগের ছাত্র হিসেবে অভিনয় জগতে পদার্পণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চিফ ইন্সপেক্টর’, ‘জোসিওন রাজবংশের পাঁচ শত বছর’, ‘তাইজো ওয়াং জিওন’, ‘এম্প্রস মিয়ংসিয়ং’, ‘ওয়ারিয়র্সের বয়স’, ‘অ্যাডমিরাল ই সান-সিন’, ‘এম্প্রস চুন চু’ এবং ‘জিয়ং দো-জিওন’।