ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী লিটনের মতবিনিময়  

প্রকাশ : 2026-01-26 17:14:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী লিটনের মতবিনিময়  

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে ত্রিশাল কনভেনশনাল হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, ‘এ এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমরা নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করব। এ জনপদের সমস্যা সমাধানে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে।’

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান সবুজ, ইব্রাহীম খলিল রহিম, খোরশিদুল আলম মুজিব, রফিকুল ইসলাম শামীম, আলমগীর হোসেন, মোস্তাফিজ নোমান, এটিএম মনিরুজ্জামান, ইমরান হাসান বুলবুল, সাইফুল আলম তুহিন প্রমুখ।