ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী লিটনের মতবিনিময়
প্রকাশ : 2026-01-26 17:14:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে ত্রিশাল কনভেনশনাল হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, ‘এ এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমরা নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করব। এ জনপদের সমস্যা সমাধানে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে।’
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান সবুজ, ইব্রাহীম খলিল রহিম, খোরশিদুল আলম মুজিব, রফিকুল ইসলাম শামীম, আলমগীর হোসেন, মোস্তাফিজ নোমান, এটিএম মনিরুজ্জামান, ইমরান হাসান বুলবুল, সাইফুল আলম তুহিন প্রমুখ।