ত্রিশালে ভোটের গাড়ি দিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-01-19 12:01:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ির সুপার ক্যারাভ্যান দিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবহিতকরণ সভার প্রচারণা চালায় উপজেলা প্রশাসন।
রবিবার সকালে সরকারি নজরুল একাডেমি মাঠে গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টি, হ্যাঁ ভোট প্রদান প্রভৃতি কাজে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম বক্তব্য ও ভোটের গাড়ি ক্যারাভানের ভিডিও মাধ্যমে উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ভোটের গাড়ির সম্প্রচার শুরুর পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা হ্যাঁ/ না ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণ, সমর্থন করবে। বক্তারা আরোও জানান গণভোটে হ্যাঁ ভোটদানের মাধ্যমে ভোটারগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন, জুলাই শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। শত শত তাজা প্রাণের বিনিময়ে যে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, তার সুফল নিতে চাইলে, রাষ্ট্র সংস্কার চাইলে, পরিবর্তন চাইলে গণভোটে হ্যা ভোট দিতে হবে। আর সংস্কার না চাইলে না ভোট দিতে পারেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে, কার হাতে আগামীর বাংলাদেশের দায়িত্ব দিতে চান। সে কিভাবে দেশ পরিচালনা করবে। আমরা চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে। আমাদের সে প্রস্তুতি আছে এবং এ ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। সেজন্যই সরকারের পক্ষ থেকে সারাদেশে ভোটের গাড়ির প্রচারণা আয়োজন করা হয়েছে। যেন সারাদেশের মানুষ আগামী নির্বাচন সম্পর্কে পরিস্কার ধারণা পায়।
তিনি আশা প্রকাশ করেন যে, আজকে কার্যক্রম চালু হওয়া এ ক্যারাভান শুধু শহরকেন্দ্রীক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে। এ সময় আরও বক্তব্য প্রদাব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়াকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।