তোমার যা খুশি ইচ্ছে

প্রকাশ : 2021-08-31 13:58:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তোমার যা খুশি ইচ্ছে

দীপক দাস
----------------

আমারে তুমি গলার হার বানাইয়ো
বলার ধার বানাইয়ো 
কপালের চাঁদ বানাইয়ো
আদুরে বাপ বানাইয়ো কন্যা।

আমারে তুমি রাত বানাইয়ো
চলার সাথ বানাইয়ো
চাঁদ বানাইয়া ঢাইলো 
জোছ্নার বন্যা।

আমারে তুমি কথা বানাইয়ো
গান বানাইয়ো সুরের
আমারে তুমি নরম করে দরজায় ডাইকো
আলো বানাইয়া ভোরের।

আমারে তুমি নথ বানাইয়ো নাকে
পথ বানাইয়ো বাঁকে যদি যাও
আমারে তুমি গাঙ বানাইয়া বাইয়ো
বুকের জলে ভাসাইয়া ভাঙ্গা নাও।

সোহাগ বানাইয়ো, রাগ বানাইয়ো
লাল বানাইয়ো লাজের
আমারে তুমি গোপন বানাইয়া রাইখো 
সকল কোমল ভাঁজের।

চোখের পাতায় তিল বানাইয়া রাইখো
নীল বানাইয়ো ব্যথার
সময় এলে পাঁজরভাঙ্গা বুকের
আমারে বানাইয়ো দুখী হাড়।

আমারে তুমি পায়ের ঘাস বানাইয়ো
হাঁস বানাইয়ো- ছানা হইয়া ডাইকো
আমারে তুমি বাপ বানাইয়ো মা বানাইয়ো
দুনিয়া বানাইয়া রাইখো।