তেল চোরাচালানে জড়িত বিদেশি জাহাজ আটক করলো ইরান
প্রকাশ : 2021-11-21 07:49:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে তেল চোরাচালানের সঙ্গে জড়িত একটি জাহাজ আটক করেছে।
পারস্য উপসাগরে মোতায়েন আইআরজিসি'র নেভাল টাইপ ৪১২ জুলফিকার ইউনিটের কমান্ডার কর্নেল আহমাদ হাজিয়ান এ তথ্য জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের উপকূল থেকে এই জাহাজ আটক করা হয়।
কর্নেল আহমাদ হাজিয়ান বলেন, গোয়েন্দা পর্যবেক্ষণ এবং সুসমন্বিত অভিযানের মাধ্যমে আইআরজিসি নৌ শাখার সেনারা বিদেশি জাহাজ আটক করতে সক্ষম হয়। তেল চোরাচালানের সঙ্গে জড়িত জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন।
আইআরজিসি'র এই কর্মকর্তা আরো জানান, তদন্তের পর জাহাজ থেকে দেড় লাখ লিটার ডিজেল আটক এবং জাহাজের ক্রুদেরকে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্নেল হাজিয়ান বলেন, পারস্য উপসাগরে যেকোনো ধরনের চোরাচালানের ঘটনা চূড়ান্তভাবে তার ইউনিট প্রতিরোধ করবে।