তেতুলিয়ায় করতোয়া নদী থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : 2025-08-16 18:01:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুলিয়ায় করতোয়া নদী থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভদ্রেশর এলাকায় করতোয়া নদীতে গুলিবিদ্ধ মানিক হোসেন ( ৩০) নামক একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।  তার বাড়ী ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়ায়।তার বাবার নাম তৈবুর রহমান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী জানান শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। লাশটি দেখে অনেকের ধারণা তাকে ২/৩ দিন আগে গুলি করা হয়। মাথায় গুলির চিহ্ন রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে পোস্টমর্টেম করার জন্য  পাঠানো হয়। ধারনা করা হয় নিহত মানিক গরু চোরাকারবারি। 

এ ঘটনার স্থানীয় সুকানী বিজিবি ক্যাম্পের সদস্যরাও সেখানে যান। তবে তাদের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে দুদিন ধরে ওই এলাকায় গুঞ্জন শোনা যায় কয়েকজন নিখোঁজ আছে।

এব্যাপারে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন' লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'