তেতুলিয়ায় অবৈধ ড্রেজার সহ অবৈধ মালামাল জব্দ
প্রকাশ : 2025-08-21 17:49:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেতুলিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন৷ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর গনাগছ এলাকায় করতোয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এ সময় করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ পাঁচটি ড্রেজার মেশিন,পাম্প,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িতরা।পরে মালামালগুলো তেঁতুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।অভিযান পরিচালনাকালীন সময় তেঁতুলিয়া থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,অভিযানে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।