তেতুঁলিয়ার মহানন্দা নদীর পাড়ে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার  

প্রকাশ : 2024-10-08 18:08:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুঁলিয়ার মহানন্দা নদীর পাড়ে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার  

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় উপজেলার মহানন্দা নদীর পাড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার জায়গিরজোত এলাকায় মহানন্দা নদীর পাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে জায়গীরজোত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষা মহানন্দা নদীতে পাথর উত্তোলনের কাজে যাচ্ছিল একদল পাথর শ্রমিক। এসময় তারা নদী পাড়ে রক্ত ও একটি হাত দেখতে পান। মরদেহের মুখে বালিচাপা ছিল। পরে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির মাধ্যেমে খবর পেয়ে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 তেতুঁলিয়া মডেল থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার রায় জানান, মরদেহের পরিচয় সনাক্তে ঠাকুরগাঁও সিআইডির বিশেষ একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিচয় সনাক্ত করে আইনী প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।