তেঁতুলিয়ায় সড়কের উপর নির্মাণ সামগ্রী সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ী ও ট্রাক চালককে জরিমানা

প্রকাশ : 2025-12-05 19:19:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেঁতুলিয়ায় সড়কের উপর নির্মাণ সামগ্রী সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ী ও ট্রাক চালককে জরিমানা

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে শুক্ররবার   তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া ও লোহাকাচি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী রাস্তর উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে দুই জন ব্যবসায়ীকে   ত্রিশ হাজার  টাকা জরিমানা  আদায় করা হয়। 

এছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে ১ টি ট্রাকের চালককে দুই হাজার টাকা জরিমানা   করা হয় এবং দুই টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া এর সহকারী কমিশনার(ভূমি) ও    ম্যাজিস্ট্রেট  নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. আকাশ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক     ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।  পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।