তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৭ ডিগ্রির

প্রকাশ : 2025-01-10 11:05:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৭ ডিগ্রির

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার (১০ জানুযারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রের্কড করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত পাহাড়ি হিমেল হাওয়া বইতে থাকায় তাপমাত্রা কমে গেছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। মাঝারী শৈত্য প্রবাহের ফলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা কঠিনভাবে ব্যহত হতে বসেছে।

এদিকে, গত ৩ দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশে দিনভর দেখা মেলেনি সূর্যের। উত্তর দিক থেকে আসছে হুহু করে কনকনে শীতল বাতাস। পৌষের শেষ সপ্তাহে আসা তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। উত্তরের হিম শীতল বাতাসে সন্ধ্যা হতেই শহর গ্রাম সব কিছু যেন ফাঁকা ফাঁকা। শহরে, মাঠে-ঘাটে লোক সমাগম অনেক কমে গেছে। দিনভর কাঠ-খড়ি আর খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে পঞ্চগড়ের শীতার্ত মানুষগুলোকে। সকালের তীব্র শীতের মধ্যেও কাজে বের হয়েছে শ্রমজীবী মানুষরা। নদী থেকে পাথর তোলা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক আর রিকশা, অটো রিকশা চালকরা কাজে বের হয়েছিল সকাল সকাল।

জেলা সদরের কায়েতপাড়া গ্রামের অটোভ্যান চালক সমিরুল ইসলাম জানান, ঠান্ডার কারণে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছে কম। এ জন্য আমাদের আয় অর্ধেক নেমে এসেছে। বৃহস্পতিবার ১ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষাণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫। তবে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের মূখ দেখা না যাওয়ায় বিকেল তিনটায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার করায় তীব্র শীত অনুভূত হচ্ছে।