তুরাগ এক্সপ্রেস-কালিয়াকৈর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশ : 2021-06-22 14:37:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তুরাগ এক্সপ্রেস-কালিয়াকৈর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল

গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান৷

তিনি জানান,  করোনার সংক্রমণের বিস্তার রোধকল্পে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচলকারী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলাতে ‘লকডাউন’ ঘোষণা করায় ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ ‘লকডাউন’ থাকা পর্যন্ত এ যাত্রা বাতিল থাকবে। এ সময়ে আন্তঃনগর ট্রেনগুলো ওই  স্টপেজে থামবে না।
তিনি আরও জানান, গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।  এছাড়া খুলনাগামী চলাচলকারী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

এ সিদ্ধান্ত গুলো আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় ‘লকডাউন’ থাকা পর্যন্ত কার্যকর হবে।