তুমি আসবে বলে
প্রকাশ : 2022-09-11 13:37:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নিতাই চন্দ্র দাস
-----------------
তুমি আসবে বলে
চোখ রাঙিয়ে কাজলে
কপালে পড়েছি টিপ।
খোঁপায় করবি গুজে
সেজেছি আধো লাজে
জ্বালিয়ে মনের দীপ।।
তুমি আসবে বলে
গোলাপ শেফালি ফুলে
চারিদিক করেছি সাজ।
যে ছিল অনাদরে পড়ে
তারে ঘষামাজা করে
সুন্দর করেছি কারুকাজ।।
তুমি আসবে বলে
হৃদয় উঠছে দুলে
গাইছে সপ্ত সুরে গান।
মনের ব্যাকুল কথাটি
কখন উঠবে প্রস্ফুটি
চঞ্চল আপ্লুত প্রাণ।।
তুমি আসবে বলে
যে তানপুরাটি ছিল অবহেলে
সযতনে করেছি পরিপাটি।
সুরের লহর তুলে
হৃদয় ছুটছে অকুলে
ভেবে তোমার কথাটি।।
তুমি আসবে বলে
আকাশে চোখ মেলে
জেগে আছি চাঁদের সাথ।
তারার পানে চেয়ে
সময় যাচ্ছে বয়ে
কেটে বিনিদ্র রাত।।