তীব্র গরমে অতিষ্ঠ মাদারীপুরবাসী

প্রকাশ : 2023-04-17 10:11:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তীব্র গরমে অতিষ্ঠ মাদারীপুরবাসী

তীব্র গরম আর রোদে পুড়ছে মাদারীপুরবাসী। ফলে নিন্ম ও মধ্যবিত্ত দিনমজুর পরিবারের দিন কাটছে দুর্বিসহ ভাবে। রোগের তীব্রতায় অনেকেই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না। আর ঘন ঘন লোডশে্য়েডিং এর কারণে ঘরে থাকাও দুষ্কর, এতে শিশু ও বৃন্ধরা অসুস্থ্য হয়ে পড়ছেন। আর আবহাওয়া অফিসও বৃষ্টির সুখবর দিতে পারছে না। মাদারীপুর জেলা আবহাওয়া অফিস বলছে, গেলো কয়েকদিন জেলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে ৪০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থাকায় খেটে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অনেকে একটু ছায়া পেয়ে স্বস্তির খোঁজ করছে। কিন্তু সব জায়গায় গরম অনুভূত হওয়ায় দুর্বিসহ সময় পার করছে। শহরের সুমন হোটেল এলাকার খুচরা ব্যবসায়ী জাবের আলী বলেন, 'গরমে শেষ হইয়ে যাচ্ছি। দোকানে ফ্যান চললেও বসতে পারছি না। দুই তিন মিনিটে পুরো শরীর ঘামিয়ে যায়। আর এক ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায়। মানুষও ঘরের বাহিরে আসছেনা। যে কারণে বেচাবিক্রিও অর্ধেকে নেমে আসছে। এভাবে আরো কত দিন থাকবে বুঝতে পারছি না। আমরা ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাবো।’ কলেজ রোড এলাকার বাসিন্দা রকিব আলী বলেন, ‘রাস্তায় বের হলে ঘামে পুরো শরীর গোসল হয়ে যায়। কাজের তাগিদে বের হতে হয় কিন্তু বাহিরে বেশি সময় থাকতে পারি না। গেলো কয়েকদিন ধরে মাদারীপুর তীব্র রোদ আর গরম পড়ছে। আল্লাহ ভাবে জানে কবে আমরা শান্তির বাতাস পাবো। আমরা দিন মজুররা শেষ এই গরমে। তবে মাদারীপুর জেলা আবহওয়া অফিসের সিনিয়র অভজারভার এআর সান্টু বলেন, গেলো কয়েকদিন ধরেই তাপমাত্র ৩৫ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠানামা করেছে। এর মধ্যে ৪০ ডিগ্রী ছিলো দুই তিন দিন। আগামী কয়েকদিনও তাপমাত্রা কমার সম্ভবনা নেই। যে কারণে বেশি বেশি পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছি সবাইকে।