তিস্তা রেল ও সড়ক সেতুতে বিনোদন প্রেমিদের উপচে পড়া ভীর
প্রকাশ : 2022-07-13 21:28:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বিনোদনের তেমন কোন স্থান না থাকায় তিস্তা সড়ক সেতু ও দেশের তৃতীয় বৃহত্তম রেল সেতু পাড়ে ঈদুল আজহায় চতুর্থ দিনেও বিনোদন প্রেমি মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
সরেজমিনে তিস্তা সেতু এলাকায় গিয়ে দেখাগেছে, শিশু কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ সহ বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীর। বিনোদন প্রেমি মানুষের জন্য তিস্তা সেতুর উত্তর প্রান্তে ছোট আকারে গড়ে উঠেছে তিস্তা পার্ক। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় ভয়ভীতি হীন ভাবে বিনোদন প্রেমি মানুষ ঘর থেকে বের হয়ে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে ছুটে গেছে তিস্তা সেতু এলাকায়।
ঈদুল আজহা'র দিন থেকে টানা ৪দিন সেতু পাড়ে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ভীর ছিল দেখার মত। শিশু তরুন, যুবক, যুবতী সহ বৃদ্ধ-বৃদ্ধারাও নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে ও একটু বিনোদনের জন্য সেতু পাড়ে ছুটে গিয়ে ভীর জমায়। এ কারণে সেতু পাড়ে গড়ে ওঠেছে অস্থায়ী খাবার দোকান সহ নানা খেলনা প্রসাধণীর দোকান। করোনা ভীতি না থাকায় দর্শনার্থীদের অধিকাংশের মুখে ছিল না কোন মা·। জটলা বেধে ঘুরে বেড়ায় তারা। স্বাস্থ্য বিধি নিশ্চিত করাতে প্রশাসনের ছিল না তেমন কোন তৎপরতা।
পুলিশ বাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকলেও তাদের দায়িত্ব পালন ছিল ঢিলেঢালা। সকাল থেকে রাত পর্যন্ত বিনোদন প্রেমি মানুষেরা নদীতে নৌকা ভ্রমণ করে সময় কাটায়। রেলওয়ে ও সড়ক সেতু দুটি পাশাপাশি হওয়ায় এক অন্য রকম দৃর্শ্যর সৃষ্টি হয়েছে। তাই বিভিন্ন জেলার মানুষ ঈদুল আযহায় এ সেতু দুটি দর্শনে ছুটে আসে। এলাকাবাসী সেতু পাড়ে পর্যটন শিল্পের আওতায় একটি হাইটেক পার্ক গড়ে তোলার আহব্বান জানান।