তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে কাউনিয়ায় তিস্তা সেতু পাড়ে মশাল প্রজ্বলন

প্রকাশ : 2025-10-17 17:22:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে কাউনিয়ায় তিস্তা সেতু পাড়ে মশাল প্রজ্বলন

অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বৃহস্পতিবার সন্ধার পর মশাল প্রজ্বলন কর্মস‚চী পালন করা হয়েছে। 

তিস্তা সড়ক ও রেল সেতুর দক্ষিণ প্রান্তে মশাল প্রজ্বলন কর্মস‚চীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সহ-সমন্বয়ক ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম প্রম‚খ। বক্তারা বলেন তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী করা হবে।