তিস্তা নদীর ভাঙ্গন রোধে এগিয়ে এলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মায়া

প্রকাশ : 2021-08-04 17:34:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তিস্তা নদীর ভাঙ্গন রোধে এগিয়ে এলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মায়া

কাউনিয়ায় তিস্তা নদী ভাঙ্গন রোধে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। গত মঙ্গলবার বিকালে তিনি বর্ষা মৌসুমে তিস্তা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করে স্থানীয় জনসাধারনের সাথে মতোবিনিময় করেন। ভাঙ্গন কবলিত স্থানীয় মানুষের দাবীর প্রেক্ষিতে ভাঙ্গন রোধে প্রাথমিক ভাবে বাঁশের পাইলিং তৈরির জন্য নিজস্ব তহবিল থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। 

নদী ভাঙ্গন পরিদর্শন ও স্থানীয়দের মাঝে পাইলিং তৈরীর টাকা প্রদান কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভ‚মি) মেহেদী হাসান, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

 তিস্তা নদী ভাঙ্গন কবলিত এলাকা নিজপাড়া, ঢুষমারা, তালুক সাহবাজ, চর গনাই পরিদর্শনে গেলে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবীর প্রেক্সিতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া প্রাথমিক ভাবে বাঁশের পাইলিং তৈরির জন্য নিজস্ব তহবিল থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা কাজ বাস্তবায়ন ও পরিচালনার জন্য স্থানীয় সমাজ সেবক ছামসুল আলম ও শিক্ষক মোস্তাফিজার রহমান এর হাতে এ অর্থ তুলে দেন এবং বলেন প্রয়োজনে তিনি আরও অর্থ দিবেন,এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ নদীতে ফেলার আশ্বাস প্রদান করেন। ইতিমধ্যে বালাপাড়া ইউপির চর ঢুষমারা, পাঞ্জরভাঙ্গা, তালুক সাহবাজ, প‚র্ব নিজপাড়া, টেপামধুপুর ইউপির হরিচনশর্মা, চর গনাই, হয়বত খাঁ,আজম খাঁ গ্রামে তিস্তার ভাঙ্গনে অনেকের বসতভিটা, ফসলী জমি, বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

এলাকা বাসী তিস্তা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ ও এনজিও এর মাধ্যমে বাঁশ ধিয়ে কিছু পাইলিং করা হয়েছে। এর কিছু সুফল মিলেছে। তিস্তার ভাঙ্গন রোধে হতাশার মাঝে একটু আশার আলো দেখতে পেল এলাকা বাসী।