তিস্তা ডিগ্রী কলেজে প্রয়াত শিক্ষকদের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশ : 2022-07-28 19:44:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তিস্তা ডিগ্রী কলেজে প্রয়াত শিক্ষকদের মৃত্যুতে দোয়া মাহফিল

তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের প্রয়াত উপাধ্যক্ষ আয়নাল হক, সহকারী অধ্যাপক আতাউর রহমান, আমিনুল ইসলাম পাটয়ারী ও তিন অফিস সহায়ক সাইফুল ইসলাম, মুকুল চন্দ্র, ফরিদ উদ্দিন এর মৃত্যুতে দোয়া মাহফিল বৃহস্পতিবার কলেজ হল রুমে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক জেলা পরিষদ লালমনিরহাট এ্যাডঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজ সেবক আখলাক হোসেন রানু, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, সামছুল ইসলাম হাবিল, তাহমিদুল ইসলাম বিপ্লব, আলহাজ্ব ফেরদৌসি বেগম, প্রভাষক গোলাম হোসন মধু প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ খালেক।