তিস্তায় মজনু মিয়া জজ এর পিতা রফিকুল ইসলাম আর নেই

প্রকাশ : 2022-05-04 09:35:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তিস্তায় মজনু মিয়া জজ এর পিতা রফিকুল ইসলাম আর নেই

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সওদাগর পাড়া নিবাসী কুড়িগ্রাম জেলা জজ মজনু মিয়া এর পিতা সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক (৬০) বেশ কিছুদিন নানা রোগে ভুগে ঈদের দিন সকলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি--রাজেউন)।

তাঁর নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর তিস্তা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার রাজনৈতিক ব্যাক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধিসহ শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাজা শেষে তিস্তা কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।