তিন সপ্তাহ নিখোঁজ গোলকিপার মহসিন!

প্রকাশ : 2024-09-29 16:00:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তিন সপ্তাহ নিখোঁজ গোলকিপার মহসিন!

শারীরিকভাবে অসুস্থ সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিন প্রায়ই বাসার বাইরে গিয়ে লাপাত্তা হয়ে যান। দিন কয়েক বাদে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা আবার তার খোঁজও পেয়ে যান। নতুন করে নিখোঁজ হলেও তার হদিস মিলছে না। তিন সপ্তাহের বেশি সময় ধরে লাপাত্তা দেশের ফুটবলের স্বর্ণালি যুগের তারকা গোলকিপার। এ নিয়ে পরিবারের সদস্যসহ সতীর্থরা বেশ চিন্তিত। কয়েক মাস আগে এ রকম হারিয়ে গেলেও দুই দিন পরই অন্যের সহায়তায় আবার বাসায় ফিরেছিলেন মহসিন।

মহসিনের ছোট ভাই পিন্টু বড় ভাইয়ের আবারও আকস্মিক হারিয়ে যাওয়ার জন্য রমনা ও কমলাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ভাইকে না পেয়ে শঙ্কিত পিন্টু বলেছেন, ‘আমার ভাই কোথায় কীভাবে আছে জানি না। মোবাইল, টাকা পয়সা কিছুই সঙ্গে নেই তার। সবার কাছে অনুরোধ আমার ভাইকে একটু খুঁজুন এবং আমাদের মাঝে ফিরিয়ে দিন।’ 

খেলা ছাড়ার পর মহসিন কানাডায় প্রবাস জীবনে কাটিয়েছেন। সেখান থেকে ফিরে ঢাকায় থিতু হয়েছেন কয়েক বছর হলো। বয়স মাত্র ৬০ হলেও শারীরিক ও মানসিক নানা সমস্যায় জর্জরিত তিনি।  সবাই মিলে মহসিনের সুস্থতার চেষ্টা করেও পারেননি।

মহসিনের এক সময়ের সতীর্থ আরেক সাবেক ফুটবলার আব্দুল গাফফার আবার মহসিনকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘আমরা সবাই মিলে মহসিনকে খুঁজলে আশা করি পাবো। কেউ যদি মহসিনকে কোথাও দেখেন দেশের যে কোনও প্রান্তে, অনুগ্রহ করে তার ছোট ভাই পিন্টু [০১৯৪১৪৯৭৬১৩] অথবা আমার [০১৭৪১৭৬৪৪০০] সঙ্গে যোগাযোগের বিশেষ অনুরোধ থাকলো।’ 

কা/আ