তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতন্ত্র হবে না
প্রকাশ : 2021-08-19 08:02:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতন্ত্র হবে না বলে এই গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন।
তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ, এটা পরিষ্কার। এটা হবে শরিয়া আইন এবং এটাই ঠিক।’
তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাই দেশের নেতৃত্বে থাকতে পারেন বলে জানিয়েছেন ওয়াহিদুল্লাহ হাশিমি।
তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান।