তারেক রহমানের জন্মদিনে জামালপুরে দোয়া অনুষ্ঠিত
প্রকাশ : 2025-11-20 18:14:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন।
এ সময় অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।