'তারুণ্যের উৎসব ' উদযাপন উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : 2025-01-09 17:20:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

'তারুণ্যের উৎসব ' উদযাপন উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

 ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বগুড়া শিবগঞ্জে  তারুণ্যের উৎসব ২০২৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার  (৯ জানুয়ারি ) উপজেলা চত্বর  থেকে র‌্যালিটি শুরু হয়। প্রথমে বেলুন ও ফিতা কেটে   র‌্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। র‌্যালিটি পৌর  সদরের  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ইউএনও তাহমিনা আক্তার  বলেন  আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজর অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডল, তাজুল ইসলামসহ  উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পৌরসভা, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেনী পেশার মানুষ।