তারুণ্যের অগ্রাধিকারে পঞ্চগড়ে  শুরু হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫  

প্রকাশ : 2025-01-02 18:59:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তারুণ্যের অগ্রাধিকারে পঞ্চগড়ে  শুরু হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫  

তারুণ্যের অগ্রাধিকারে পঞ্চগড়ে শুরু হচ্ছে ২০২৫ উৎসব। নানা আয়োজনে আগামীর তারুণ্যকে মানবিক চেতনায় উজ্জবীত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহষ্পতিবার বিকেলে (সন্ধ্যার আগে) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এত সভাপত্বি করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। সংবাদ সম্মেলনের আগে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এ বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।আগামী ৩ জানুয়ারী /২৫ থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১৯ ফেব্রয়ারী/২৫ বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান উৎসবে থাকবে নানা রকম খেলাধূলা, সাংষ্কৃতিক ও নানা রকম প্রতিয়োগিতামূলক ইভেন্ট। তিনি এও বলেন তারুণ্যের প্রস্তবনা গ্রহন করা হবে এবং সেগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হবে। জেলা জুড়ে উৎসবমূখর পরিবেশে এই উৎসব চলবে।সংবাদ সম্মেলনে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক অনলাইনের সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।