তারা দুইজন ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী

প্রকাশ : 2022-10-25 13:08:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তারা দুইজন ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী

বর্তমানে আমরা একটি রাষ্ট্রে বসবাস করছি। আমাদের জীবনের নিরাপত্তা এখন নিশ্চিত। কিন্তু এই অবস্থা আমাদের সবসময় ছিলনা। অনেক যুদ্ধ অনেক রক্তের মাধ্যমে পাওয়া আমাদের এই নিশ্চিত জীবন। অনেকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের জীবন দিয়েছেন। তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী দুইজন রামকৃষ্ণ রায় এবং ব্রজকিশোর চক্রবর্তী। যাদের একই দিনে শহীদ হন।

রামকৃষ্ণ রায় [৯ জানুয়ারি, ১৯১২ — ২৫ অক্টোবর, ১৯৩৪] ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। ১৯৩০ সালে তিনি জেলাশাসক পেডিকে ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। 

ব্রজকিশোর চক্রবর্তী [জন্ম: ১৯১৩ - মৃত্যু: ২৫ অক্টোবর ১৯৩৪] ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগ্রামী ও শহীদ। তিনি গোপন বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের কার্যকলাপে অংশগ্রহণ করেন। 

মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার ব্যাপারে তারা দুইজনই  অংশগ্রহণ করেন। ধরা পড়ে হত্যার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত হন। মেদিনীপুর জেলে দুইজনের ফাঁসি হয়।