ঢাকা- মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত
প্রকাশ : 2022-08-18 15:59:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে মাক্রোবাসের ধাক্কায় মোটর মাইকেলের দুইজন আরোহীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৩টায় মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী ওভার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালকসহ দুইজন আরোহী আহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান, মঙ্গলবার রাত ৩টায় শ্রীনগর ছনবাড়ী ওভার ব্রিজের উপরে মাওয়াগামী মোটরসাইকেল ঢাকা মেট্রো ল -৩৯-০০৫৪ যানটিকে একই দিক থেকে আসা একটি দ্রত্বগামী নোয়া মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দেয়, এতে মোটরসাইকেল আরোহী সাকেরুজ্জামান (৩২) ও সালাউদ্দীন টিটু (৩২) আহত হলে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সাকেরুজ্জামানের বাড়ি মাদারটেক ও সালাউদ্দীন টিটুর বাড়ি ঢাকার বাসাবো বলে জানা গেছে।