ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ
প্রকাশ : 2024-12-27 15:46:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে-মুচড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজে ধারণ করা দুর্ঘটনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিচ্ছে। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেন বাসচালক টোল প্লাজায় পৌঁছানোর সময় গতি কমাননি বা ব্রেক প্রয়োগ করেননি। বাসটি ঢাকা-কুয়াকাটা রুটে চলাচল করে।
‘নাশকতা নাকি দুর্ঘটনা বলার মতো সময় হয়নি’‘নাশকতা নাকি দুর্ঘটনা বলার মতো সময় হয়নি’
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানান, আহতদের ঢাকায় নেওয়ার পথে আরও চার জনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সংখ্যা আরো বাড়তে পারে।