ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস
প্রকাশ : 2022-12-18 12:02:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাতার বিশ্বকাপের ম্যাচগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি ভেন্যুতে বড় পর্দায় দেখিয়ে আসছিল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। তবে, অনিবার্য কারণে দেখিয়ে বড় পর্দায় চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো বন্ধ ছিলো।পরে অবশ্য সেমিফাইনাল থেকে তিন ভেন্যুতেই যথারীতি ম্যাচ প্রদর্শন করছে নগদ। ফাইনালেও যথারীতি খেলা দেখানো হবে।
রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়াম খেলাটি অনুষ্ঠিত হবে।আজ ফাইনালে নিজ দলকে সমর্থন জানাতে জার্সি গায়ে একসঙ্গে খেলা দেখবেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাই সকাল থেকেই উৎসবের আমেজ।
এদিকে সপ্তাহখানেক আগেও ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের খেলা দেখতে না আসার আহবান জানালেও এখন নমনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠুভাবে খেলা দেখানো হবে, এটাই প্রত্যাশিত।’
প্রসঙ্গত, টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে আছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর, উত্তরা রবীন্দ্রসরণী, মানিক মিয়া অ্যাভিনিউ, মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খাল সংলগ্ন মাঠ, প্যারিস রোড সংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, মহাখালীর তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে।
এ ছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।