ঢাকা-বগুড়া মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে ট্রাকের দীর্ঘ সারি

প্রকাশ : 2021-04-14 12:03:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকা-বগুড়া মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে ট্রাকের দীর্ঘ সারি

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকাসংলগ্ন মোড় পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গগামী সড়কে যানজট থাকলেও ঢাকামুখী সড়ক ছিল ফাঁকা।

নারায়ণগঞ্জ থেকে নীলফামারীগামী ট্রাকচালক রাকিব রায়গঞ্জের ষোলোমাইল এলাকায় মহাসড়কে বলেন, ভোর ৬টায় হাটিকুমরুল গোলচত্বর পার হলেও এরপর থেকে এখানে আসতে সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে আমার। জানি না বাকিটুকু পার হতে কত সময় লাগবে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মহাসড়কে এখন কোনো যানজট নেই, তবে ধীরগতি আছে।

তিনি আরও বলেন, আমি মাত্রই যানজটের শেষপ্রান্ত থেকে ঘুরে আসলাম। চান্দাইকোনা থেকে ঘুড়কার একটু দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গগামী রাস্তায় ট্রাকের ধীরগতি আছে।