ঢাকা-দিল্লির সম্পর্ক সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা মোদীর

প্রকাশ : 2026-01-01 17:15:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকা-দিল্লির সম্পর্ক সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা মোদীর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় দাফনে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা তাঁর হাতে তুলে দেন।

মোদির বার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়নযাত্রা এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুই দেশের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা মোদীর।
তাঁর প্রয়াণে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা দীর্ঘদিন স্মরণীয় থাকবে। মোদি আরও উল্লেখ করেন, ‘আমি নিশ্চিত, আপনার (তারেক রহমানের) দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তাঁর আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে। সেইসঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর চেতনা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার উন্নয়নমূলক অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

২০১৫ সালে ঢাকায় তাঁর সাথে উষ্ণ সাক্ষাতের প্রসঙ্গ স্মরণ করে মোদি জানান, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বের পথনির্দেশক হয়ে থাকবে বলে তিনি আশা করেন।