ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল

প্রকাশ : 2022-08-06 20:34:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন চারদিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান।

সফরকালে বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।

এছাড়া তিনি সুশীল সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে আলোচনা উঠে আসবে।

মিশেল জে সিসন সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফরে যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হবে। অগ্রাধিকারের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।