ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকাশ : 2025-02-25 10:42:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন জাগো নিউজকে বলেন, এ ভূমিকম্পের উৎপত্তি বঙ্গোপসাগরে। ঢাকা থেকে প্রায় ৫১০ কিলোমিটার দূরে। যার ফলে ঢাকা থেকে উপকূলের জেলাগুলোতে বেশি অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগরই ভূমিকম্পের উৎসস্থল।
কা/আ