ঢাকার হোটেলে মিলল লৌহজংয়ের আওয়ামী লীগ নেতার লাশ  

প্রকাশ : 2024-01-26 10:41:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকার হোটেলে মিলল লৌহজংয়ের আওয়ামী লীগ নেতার লাশ  

রাজধানীর একটি হোটেল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শামীম দেওয়ানের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বাদামতলীর বি বাড়িয়া নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শামীমের দেহ পাওয়া যায়। এ ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় মামলা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাতিজা চান্দু দেওয়ান জানান, বুধবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাতে বাড়ি ফেরেননি শামীম। পরে গতকাল বৃহস্পতিবার ঢাকার কোতোয়ালি থানা থেকে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন।

শামীমের আত্মীয় মাসুদ আহমেদ বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে শামিম নিহত হয়েছেন। গত দেড় মাসের ব্যবধানে শামীমকে একবার ঢাকার একটি হাসপাতালে এবং আরেকবার ফরিদপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রতিবেশীরা জানায়, প্রতিদিন নিজস্ব গাড়ি নিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা করতেন। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার তেলঘাট সংলগ্ন ৯১ মার্কেটে থান কাপড়ের ব্যবসা ছিল।নিঃসন্তান শামীম উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের মৃত হাকিম দেওয়ানের ছেলে।